• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

সেনবাগে রেন্সিডেন্সিয়াল দাখিল মাদরাসার ফল উৎসব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুন ২০২৩

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ রেন্সিডেন্সিয়াল দাখিল মাদরাসার ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মাদরাসা কমপ্লেক্সেএ শিক্ষাথীরা বিভিন্ন ফলের শতাধিক স্টলে তাদের সংগ্রহকৃত ফলের প্রদশনী উপস্থাপন করে।
এউপলক্ষে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাহিদুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন—সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়েল সাবেক প্রধান ও সেনবাগ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক রোকনুদ্দিন, মাদরাসার সভাপতি হাজ্বী নজীর আহমেদ, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, সাংবাদিক কাজী ফখরুল ইসলাম,সাংবাদিক নাজিম উদ্দিন খন্দকার,আইডিয়াল হাইস্কুলের পরিচালক নাজিমুল ইসলাম তামিম, সেনবাগ গ্রামীন হাসপাতালের পরিচালক মোঃ সোহেল, প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের ফলের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। শেষে শ্রেষ্ঠ ফল প্রদর্শনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্টলে আম,জাম, লিচু কলা,কাঠাল,আনারস,পেয়ারা জামরুল, ড্রাগন ফল, লটকন, কাউ, ডেউয়া,ডুমুর,তাল সহ বহু ফল ফলাদী স্টল গুলোতে ছিলো হারিয়ে যাওয়া বহুফল যেমন আঞ্চলিক ফল সহ নানান ফল ফলাদী।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads